পাকিস্তানে খতম লস্কর-ই-তৈবার শীর্ষ জঙ্গি সইফুল্লাহ খালিদ। অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে মারা গিয়েছে এই সন্ত্রাসী। মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল সে। দীর্ঘদিন ধরে নেপাল সীমান্ত দিয়ে ভারতে সন্ত্রাসী কাজকর্ম চালাত সইফুল্লাহ। ভারতীয় গোয়েন্দা সংস্থার ভয়ে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন থেকে সন্ত্রাসের ঘুঁটি সাজাত। ভারতে তিনটি হামলার ষড়যন্ত্রে জড়িত ছিল এই সইফুল্লাহ। ২০০৬ সালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস সদর দফতরে হামলা ছক। ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অডিটোরিয়াম চত্বরে গুলিচালানো।