পাকিস্তান ড্রোন কিনছেঅপারেশন সিঁদুরের পর খুব ভয়ে রয়েছে পাকিস্তান। তাই তারা এখন ভীষণভাবে সতর্ক। এমনকী ভারতের কাছে মার খাওয়া থেকে বাঁচতে এখন ড্রোন কিনতে শুরু করেছে শেহবাজ শরিফের দেশ। সূত্রের খবর, পাকিস্তান এবার তুর্কির কাছ থেকে নয়, বরং ইউক্রেনের থেকে ড্রোন কিনছে। আরও নির্দিষ্ট করে বললে, হতে চলেছে ড্রোন টেকনোলজি ট্রান্সফার।
এক অভিজ্ঞ আধিকারিক জানিয়েছে, পাকিস্তানের সরকারি ডিফেন্স কোম্পানি (HIT) এবং ইউরোপিয়ান ড্রোন কোম্পানির মধ্যে একটি চুক্তি মোটামুটি 'ফাইনাল' হয়ে গিয়েছে। আর সেই চুক্তির দিকে ভারতের নজর রয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই ডিলকে সিক্রেট রাখার চেষ্টা করা হচ্ছে বলেই খবর।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান নিজেদের ড্রোন টেকনোলজিকে আরও আধুনিক করতে চাইছে। বিশেষত, অপারেশন সিঁদুরের পর থেকেই তারা এই দিকটায় বেশি নজর দিয়েছে। যেই কারণে তারা ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। তারা মিডিয়াম অল্টিটিউড লং রেঞ্জ ড্রোন কিনতে চাইছে। আর এই চুক্তিটা ফাইনালাইজ হয়ে গেলে পাকিস্তানের ড্রোনের শক্তি আরও বেড়ে যেতে পারে।
অপারেশন সিঁদুরে ধাক্কা
এই বছর মে মাসে অপারেশন সিঁদুরে ধরাশায়ী হয় পাকিস্তান। সেই সময় তারা ভারতকে চ্যালেঞ্জ জানাতে পশ্চিমের বর্ডার দিয়ে ড্রোন হামলা চালায়। যদিও ভারতীয় সেনা সেই সব ড্রোন হামলাকে হেলায় উড়িয়ে দেয়। পয়সা জলে যায় পাকিস্তানের। এরপর থেকেই আরও সতর্ক হয়ে ওঠে পাকিস্তান। তারা ড্রোনের শক্তি বাড়াতে উঠে পড়ে লেগে পড়ে। আর সেই সূত্র ধরেই এই নতুন চুক্তি হতে চলেছে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে শিখছে পাকিস্তান
এখন যুদ্ধে ড্রোনের ব্যবহার বেড়েছে। বিশেষত, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ড্রোনের ব্যবহার সবথেকে বেশি বেড়েছে। লং রেঞ্জ ড্রোন দিয়ে চলছে হামলা। উড়ে যাচ্ছে বাড়ি, ঘর। আর এখান থেকেই শিক্ষা নিয়েছে পাকিস্তান। তারা নিজেদের ড্রোনের শক্তি বাড়াতে চাইছে। তার মাধ্যমে চাপে রাখতে চাইছে ভারতকে।
ভারত নজর রেখেছে
পাকিস্তান ড্রোনের ক্ষমতা বাড়ালে সীমান্ত রক্ষা নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। এমনকী বাড়াতে হবে নিজেদের টেকনোলজিও। আর সেটাই চেষ্টা করছে ভারতীয় সেনা। তারা এই চুক্তির দিকে নজর রাখছে। পাশাপাশি নিজেদের ড্রোনের ক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন দেখার ভারত এই পরিস্থিতি কীভাবে সামলায়। তবে এই নিয়ে বেশি চিন্তা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।