scorecardresearch
 

Imran Khan On Bangladesh: বাংলাদেশিরা পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল, আমরাই অবিচার করেছি: ইমরান

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (PTI) ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছে ইমরান খানের ভাষণ। সেখানেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেন,'পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন–পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল,তা দেওয়া হয়নি।'

Advertisement
মুজিবর রহমান ও ইমরান খান। মুজিবর রহমান ও ইমরান খান।
হাইলাইটস
  • পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (PTI) ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছে ইমরান খানের ভাষণ।
  • সেখানেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন।

লংমার্চে হামলার মুখে পড়েছেন। তার একদিন পর শুক্রবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান নিজেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করলেন। সেই সঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশে যে পাকিস্তান নির্যাতন চালিয়েছিল সে কথাও প্রকারন্তরে স্বীকার করে নিয়েছেন ইমরান। 

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (PTI) ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছে ইমরান খানের ভাষণ। সেখানেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেন,'পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন–পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল,তা দেওয়া হয়নি।'

পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল বলেও দাবি করেছেন ইমরান। তাঁর কথায়,‘১৯৭১ সালের ১৮ বছর পর বাংলাদেশে ভারতের সঙ্গে দুই সিরিজের প্রীতি ম্যাচ খেলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছিল তখন। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। তবে আমরা যখন জোড়া ম্যাচ জিতেছিলাম স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল, আমি অনুভব করেছিলাম, ওঁদের সঙ্গে আমরা কী অবিচারই না করেছি!ওঁরা আমাদের ছাড়তে চাননি আমরাই অবিচার করেছি।'         

ইমরান যোগ করেন,'সেই একই ঘটনা আমার সঙ্গে ঘটছে।  কোণঠাসা করে দেওয়া হয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে। তাদের নেতাকে মারা চেষ্টা করছে।'    

উল্লেখ্য, বৃহস্পতিবার ইমরান পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছিলেন সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। ইমরানের দলের একাধিক নেতা জখম হন। পিটিআই-র দাবি, গুলি লেগেছে কাপ্তানের পায়েও। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।        

Advertisement

আরও পড়ুন- এই সরকারি ব্যাঙ্কের বাম্পার অফার, ২ বছরের এফডি-তে সুদ ৭.৭৫%

Advertisement