scorecardresearch
 

Men Vasectomies: স্ত্রী-প্রেমিকাকে গর্ভবতী করাতে চান না, এই দেশে দলে দলে বন্ধ্যাত্বকরণ পুরুষদের

ভ্যাসেকটমি করার জন্য পুরুষদের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ এ জন্য ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রগুলি থেকে তথ্য সংগ্রহ করছেন বহু মানুষ।

Advertisement
মার্কিন মুলুকে পুরুষদের বন্ধ্যাত্বকরণের লাইন। মার্কিন মুলুকে পুরুষদের বন্ধ্যাত্বকরণের লাইন।
হাইলাইটস
  • ওহিওর ক্লিভল্যান্ড ক্লিনিক বৃহস্পতিবার জানিয়েছে, আগের চেয়ে বেশি বন্ধ্যাত্বকরণের অনুরোধ আসছে।
  • দিন কয়েক আগে গর্ভপাতের সংবিধানিক অধিকার বাতিল করে মার্কিন শীর্ষ আদালত জানিয়েছে,এ বিষয়ে অনুমোদন দেওয়ার বা না দেওয়ার ভার প্রতিটি প্রদেশের উপর ছেড়ে দেওয়া উচিত। ১

মার্কিন মহিলাদের পাঁচ দশকের অধিকার কেড়ে নিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। বাতিল করে দিয়েছে গর্ভপাত আইন। তার পর থেকে জো বাইডেনের দেশে দলে দলে বন্ধ্যাত্বকরণ করাচ্ছেন পুরুষরা। জানা গিয়েছে, ভ্যাসেকটমি করার জন্য পুরুষদের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ এ জন্য ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রগুলি থেকে তথ্য সংগ্রহ করছেন বহু মানুষ। 

ওহিওর ক্লিভল্যান্ড ক্লিনিক বৃহস্পতিবার জানিয়েছে, আগের চেয়ে বেশি বন্ধ্যাত্বকরণের অনুরোধ আসছে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মুখপাত্রের বক্তব্য, সাধারণত পুরুষদের বন্ধ্যাত্বকরণের অনুরোধ দিনে চারটি আসে।কিন্তু গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ৯০টি এই ধরনের আবেদন এসেছে। দ্য ইউনিভার্সিটি হসপিটালস অফ ক্লিভল্যান্ড ওহিও জানিয়েছে,গর্ভপাত আইন সুপ্রিম কোর্ট বাতিল করার পর আগের চেয়ে বেশি পুরুষ খোঁজখবর নিচ্ছেন। ফ্লোরিডার ইউরোলজিস্ট ডেভিড রবিন্স জানান নির্বীজকরণের জন্য ফোন করছেন পুরুষরা। শুক্রবার থেকে ভ্যাসেকটমি করার সংখ্যা ৯০০ শতাংশ বেড়েছে। 

ভ্যাসেকটমি করাতে চাইছেন ৪৬ বছরে জেরাল্ড স্টেডম্যান। তিনি বলছেন,সুপ্রিম কোর্টের রায়ের পর এই সিদ্ধান্ত। তাঁর কথায়,'আমি বিবাহিত। আমাদের সন্তানও আছে। আমি আর সন্তান নেওয়ার পরিকল্পনা করছি না। আমি চাই না আমার স্ত্রী ভবিষ্যতে গর্ভবতী হোক। এটা নিয়ে কিছুদিন ধরে ভাবছিলাম। সুপ্রিম কোর্টের রায়ের পর নিশ্চিত হই।'

বলে রাখি, দিন কয়েক আগে গর্ভপাতের সংবিধানিক অধিকার বাতিল করে মার্কিন শীর্ষ আদালত জানিয়েছে,এ বিষয়ে অনুমোদন দেওয়ার বা না দেওয়ার ভার প্রতিটি প্রদেশের উপর ছেড়ে দেওয়া উচিত। ১৯৭৩ সালে 'রো বনাম ওয়েড' মামলায় আদালত গর্ভপাতকে বৈধ বলে ঘোষণা করেছিল। এ বার সুপ্রিম কোর্ট সেই রায়কে খারিজ করে গর্ভপাতের বৈধতা দেওয়ার ক্ষমতা প্রদেশগুলির হাতে ছেড়ে দিয়েছে। গর্ভপাতের সংবিধানিক অধিকার খারিজ করার পক্ষে মত দেন ৬ জন আইনজীবী এবং বিপক্ষে ৩ জন। এই রায়ের পর আমেরিকার অর্ধেকেরও বেশি প্রদেশ গর্ভপাতকে নিষিদ্ধ করাতে হতে পারে বলে খবর। এর সঙ্গে চাপবে বিবিধ বিধি-নিষেধ। আদালতের রায়ের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশে ভাষণে জানান,'গর্ভপাত নিয়ে পাঁচ দশক আগের রায় বাতিল করে সুপ্রিম কোর্টবড় ভুল করেছে।'

Advertisement

আরও পড়ুন- Reliance ডিল বাতিলের পর Big Bazaar-র ভাঁড়ে মা ভবানী!

Advertisement