scorecardresearch
 

Salman Rushdie Attacker Hadi Matar: রুশদির উপর ১২ থেকে ১৫ বার ছুরির হামলা চালায় হাদি মাতা, কে এই যুবক ?

Salman Rushdie Attacker Hadi Matar: শুক্রবার লেখক সলমন রুশদির ওপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়। নিউইয়র্ক পুলিশ সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় জানিয়েছে। সে ফেয়ারভিউ, নিউ জার্সির বাসিন্দা, নাম হাদি মাতার। বয়স তার ২৪।

Advertisement
সলমন রুশদির হামলায় গ্রেফতার হাদি মাতার (Picture Credits: India Today) সলমন রুশদির হামলায় গ্রেফতার হাদি মাতার (Picture Credits: India Today)
হাইলাইটস
  • শুক্রবার লেখক সলমন রুশদির ওপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়
  • নিউইয়র্ক পুলিশ সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় জানিয়েছে
  • সে ফেয়ারভিউ, নিউ জার্সির বাসিন্দা, নাম হাদি মাতার

Salman Rushdie Attacker Hadi Matar: শুক্রবার লেখক সলমন রুশদির ওপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়। নিউইয়র্ক পুলিশ সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় জানিয়েছে। সে ফেয়ারভিউ, নিউ জার্সির বাসিন্দা, নাম হাদি মাতার। বয়স তার ২৪।

হাদি মাতার কে?

নিউইয়র্ক স্টেট পুলিশের মেজর ইউজিন স্ট্যানিসজেউস্কি শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম হাদি মাতার। সে-ই রুশদির ওপর মঞ্চে ঝাঁপিয়ে পড়ে। ধৃত ১৫ থেকে ২০ বার ছুরির কোপ মারে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন লেখক। একবার ঘাড়ে এবং একবার পেটেও ছুরিকাঘাত করে।

ইসলাম ধর্মাবলম্বী হাদি শিয়া সম্প্রদায়ের। জন্ম ক্যালিফোর্নিয়ায় হলেও সে আদতে ইরানি বংশোদ্ভূত। 

মেজর স্ট্যানিসজেউস্কি জানান, ঘটনাস্থলে আততায়ীর কাছে একটি ব্যাকপ্যাক ছিল। ইলেকট্রনিক ডিভাইসও ছিল। তিনি আরও বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী কারণে হামলা চালানো হয়, তা এখনও জানা যায়নি। নিউইয়র্ক পুলিশ এফবিআই এবং শেরিফের অফিসের সঙ্গে ঘটনার তদন্ত চালাচ্ছে। আততায়ীর সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সলমন রুশদির ওপর হামলা

ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি শুক্রবার তার ওপর হামলা চালানো হয়। তিনি পশ্চিম নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউটে বক্তৃতা দিতে যাচ্ছিলেন। হামলার পর তাঁকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসার জন্য অস্ত্রোপচারও করা হয়। তাঁর এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলির মতে, হামলার পর রুশদি একটি চোখ হারাতে পারেন। ওয়াইলি আরও বলেন, রুশদির পেশীতে স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঘাড়ের মধ্যে ছুরিকাঘাতের পর লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement