স্মাইল এডুকেশন! শুনেছেন কখনও? অর্থাৎ ‘হাসি’র শিক্ষা। ভালোভাবে হাসতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে। কীভাবে হাসতে হয়, সেটাই শেখানো হবে জাপানের এই ক্লাসে! কোভিডের জন্য দীর্ঘ দু'বছর মাস্ক পরে অনেকেই হাসতে ভুলে গিয়েছিলেন। তাই নতুন করে জাপানে এই স্কুলে সেখানো হচ্ছে কী ভাবে সুন্দর ভাবে হাসতে হবে। সারা বিশ্বেই সেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল সেখানে হাসির কোনও কারণই ছিল না। কিন্তু এবার নতুন করে ফের হাসতে শিখছে গোটা দেশ। একটি হাসিই বদলে দিতে পারে সব কিছুই। তাই এ নিয়ে শুরু হয়েছে অভিনব ক্লাসও। ভালো করে হাসি শিখতে হলে আপনার গাঁটের করি খরচ করতেই হবে। সুত্রের খবর, এই স্কুলে পড়তে গেলে আপনাকে 55 ডলার খরচ করতে হবে। ভারতীয় মুদ্রায় যা 4500 টাকা। এই অঙ্কের টাকা দিয়েই সবাই এমন এখন হাসির ক্লাস করতে আসছেন। স্কুলে ঢুকলেই আপনি দেখতে পারবেন সবার হাতেই একটি আয়না রয়েছে। আয়নাটা নিজের মুখের সামনে ধরে আছে তারা। সে দিকে তাকিয়েই দুই গালের ত্বক উপরের দিকে তুলে হাসা প্র্যাকটিস করছে তাঁরা। এই ক্লাসে সাধারণ ছাত্রছাত্রী থেকে বিভিন্ন কোম্পানির বড় বড় কর্তা ব্যক্তিরা যোগ দিয়েছেন।
For Gen Z in Japan, a smile is worth $55. Hour-long classes aim to teach students how to smile again without a mask.