scorecardresearch
 
Advertisement

Sun: বয়স বাড়ছে সূর্যের, আর কতদিন বাঁচবে-তারপর কী হবে ?

Sun: বয়স বাড়ছে সূর্যের, আর কতদিন বাঁচবে-তারপর কী হবে ?

সৌরজগতের সব নক্ষত্রের একটি নির্দিষ্ট বয়স রয়েছে। আমাদের সূর্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সূর্য থেকে অবিরাম সৌরশিখা বিস্ফোরিত হয়। সূর্যও ক্রমাগত করোনাল ভর নির্গমনের সঙ্গে লড়াই করছে। বছর গণনা করলে দেখা যায়, এখন সূর্য মাঝবয়সি। বিজ্ঞানীদের মতে, সূর্যের বয়স আনুমানিক ৪.৫৭ বিলিয়ন বছর।

Sun going through a mid-life

Advertisement