Advertisement

Comet Nishimura : 437 বছর পর পৃথিবীর কাছে এল 'নিশিমুরা' ধূমকেতু, বিরল মহাজাগতিক দৃশ্য

437 বছর পর পৃথিবীর সঙ্গে দেখা করতে এলো নিশিমুরা ধূমকেতু। দেখা গেল খালি চোখেই। এটি 17 সেপ্টেম্বর সূর্যে একেবারে কাছাকাছি যাবে বলে জানিয়েছেন । জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি ধুমকেতুর খোঁজ দিয়েছেন, যা আপনি খালি চোখেই দেখতে পাবেন। তার জন্য লাগবে না কোনও টেলিস্কোপ। খালি চোখে দেখা যায়, এমন উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়। তবে তা সচরাচর দেখা যায় না। যারা আকাশে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে আগ্রহী, জ্যোতির্বিজ্ঞানীদের মতে, 12 সেপ্টেম্বর একটি ধূমকেতু খালি চোখে আকাশে দেখা যায়। ধূমকেতুটির নাম নিশিমুরা। চলতি বছরের 11 অগস্ট, প্রথমবারের মতো এই ধুমকেতুর সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা। ধূমকেতুটির নামকরণ করা হয়েছে জ্যোতির্বিদ হিডিও নিশিমুরার নামে। অগস্ট মাসেই তিনি এটি আবিষ্কার করেছিলেন। বলা হয়, এই ধূমকেতুটি 437 বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। আর যখনই এটি পৃথিবীর কাছে আসে, এটিকে খালি চোখে দেখা যায়।

When and how to watch Comet Nishimura, which won't be visible in 437 years?

Advertisement