মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে বেশিরভাগটাই মৃত ভোটার। তবে অনেক জায়গায় গোলমালও হয়েছে। খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? সেটা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ফর্ম সিক্স পূরণ করে অ্যানেক্সার ফোরের সঙ্গে জমা করতে হবে। সেটা জমা করতে হবে বুথ লেভেল আধিকারিকের কাছে। এছাড়া Voter.eci.gov.in এ লগ ইন করে নাম তুলতে পারেন। অথবা ECINET অ্যাপের মাধ্যমেও করতে পারেন। ভুল যাতে না হয় স্ক্রিনশট নিয়ে নিন।