ফের বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ। হাওয়া অফিস বলছে, বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এর থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গে। এদিকে জ তৃণমূলের ২১ জুলাইয়ের মেগা শো। এদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? আগামী সাত দিন জেলায় জেলায় কেমন বৃষ্টি হবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।