ভারতে আবার বাড়ছে করোনার (Covid-19) প্রভাব। সোমবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ম্যাচের আগে। বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। তারকা ওপেনার ট্র্যান্ডিস হেড (Travis Head) করোনায় আক্তান্ত। এ কারণে তিনি লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে পারবেন না।