Leopard Attack Death: শিশুটির নাম আয়ুষ কালান্দি। বয়স মাত্র ৩ বছর। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাগান। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান বন দফতরের ডায়না ও বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। আসে বানারহাট থানার পুলিশও। স্থানীয়রা তাঁদের ঘিরে ধরে তুমুল ক্ষোভ দেখাতে থাকে। বহু কষ্টে বুঝিয়ে শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।