এই ভিডিওগুলো বাংলাদেশের। সে দেশের ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর পরই ছড়িয়ে পড়ে হিংসা। শরিফ ওসমান হাদি বাংলাদেশে ইসলামি সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। আসন্ন নির্বাচনে ঢাকার নির্দল প্রার্থী ছিলেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পিছনেও ছিল তাঁর ভূমিকা। ভারতবিরোধী কথাবার্তা বলতেন। গত ১২ ডিসেম্বর হাদি ফেসবুকে ভারতের সেভেন সিস্টারকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে একটি ছবিও শেয়ার করেছিলেন। সেদিনই তাঁকে গুলিবিদ্ধ হন হাদি। তিনি ছিলেন রিকশায়। মোটরবাইকে এসে গুলি করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। হাদিকে চিকিৎসার জন্য বিমানে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন না মহম্মদ ইউনূস। ক্ষমতা ছেড়ে দিতে হবে তাঁকে।অস্থিরতা জরুরি ছিল। তৈরি হল ভারতবিরোধী ন্যারেটিভ। রটানো হল, ভারতের গুপ্তচর সংস্থা র মেরেছে হাদিকে বা হাদির খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। ক্ষমতার নেশায় দেশটার বারোটা বাজালেন ইউনূস গ্যাংরা।