ছবির কাহিনি থেকে গানের সুর, কপি করার ব্যাপারে বলিউডের বেশ সুনাম। এবার কি পোশাকও কপি? নিজের জন্মদিন, ২ নভেম্বর কিং ছবির টিজার প্রকাশ করেন শাহরুখ। সেখানেই একটি দৃশ্যে তাঁর পোশাক নিয়ে বিতর্ক।