দক্ষিণ ভারতীয় মর্মান্তিক দুর্ঘটনা। পরিচালক রঞ্জিতের নতুন ছবি 'ভেট্টুভম'-এর শুটিং চলাকালীন প্রাণ হারালেন জনপ্রিয় স্টান্টম্যান রাজু ওরফে মোহনরাজ। ঘটনাটি ঘটে ১৩ জুলাই, তামিলনাড়ুর নাগাপট্টিনমে। SUV গাড়ি নিয়ে স্টান্ট করার সময় র্যাম্প থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সজোরে মাটিতে আছড়ে পড়ে। রাজুকে গাড়ি থেকে বের করে দ্রুত সাহায্য করা হলেও, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।