'শুভশ্রী দুই সন্তানের মা। মুখের সারল্য নেই'। ধূমকেতু মুক্তির সময় কাছাকাছি এসেছিল পুরনো জুটি। কিন্তু দেবের কথায় আবারও তিক্ততা। পাল্টা কটাক্ষ করেছিলেন শুভশ্রীও। পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে মুখোমুখি দু'জন। স্ক্রিনের এই ছবিটাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী কথা হল? ঝামেলা কি মিটল? সবটা বলে দিলেন দেব।