বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণের ভিতরে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন একদল পর্যটক। সেখানেই এক উন্মত্ত হাতি তাড়া করে এক পর্যটককে। প্রবল গতিতে ছুটে যায় হাতিটি। প্রাণ বাঁচাতে পর্যটকও দৌড়তে শুরু করেন। তবে হাতির স্পিডের সঙ্গে পেরে ওঠেননি তিনি। একটা সময়ে পড়ে যান হাতির পায়ের নীচে। তবে অবিশ্বাস্য ভাবে বেঁচে গিয়েছেন ওই পর্যটক। ঘটনার মুহুর্তের ভিডিও ভাইরাল