এক বৃদ্ধ মদের নেশায় এমন কাণ্ড ঘটালেন যে হাসতে হাসতে পাগল নেটদুনিয়া। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মদ কিনতে গিয়ে দোকানের গ্রিলের ফাঁকে মাথা ঢুকিয়ে ফেলেছেন তিনি! বোতল ধরতে গিয়েই এই বিপত্তি। শেষে আশপাশের লোকজন এসে বহু চেষ্টায় তাঁকে উদ্ধার করেন। যদিও তাঁর পরিচয় জানা যায়নি, তবে ভিডিও দেখে অনেকেই বলছেন, 'এতটা মদের প্রতি ভালোবাসা আগে দেখিনি!” এই ঘটনা যেমন মজার, তেমনই এটি একটা শিক্ষা, নেশা কখনও কারও ভাল করে না। তাই মদ্যপান করুন দায়িত্ব নিয়ে।