হিমাচল প্রদেশের বরফঢাকা পাহাড়ের এই ভিডিওটা এখন ভাইরাল সোশ্যালে। হাড়কাঁপানো ঠান্ডা আর চারদিকে কয়েক ফুটের বরফ-- তার মাঝেই টানা চার দিন নিজের মনিবের মরদেহের পাশে ঠায় বসে রইল পোষ্য পিটবুল।