সনাতন ধর্মে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। বিজ্ঞান বলছে, সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় থাকলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে। চন্দ্রগ্রহণ হয়। কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ। এবার গ্রহণে দেখা যাবে ব্লাড মুনকে। ৭ সেপ্টেম্বর, রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৮ মিনিটে শুরু চন্দ্রগ্রহণ। ৮ সেপ্টেম্বর মধ্যরাত ১টা ২৬ মিনিটে শেষ। এবার চন্দ্রগ্রহণে চাঁদকে টকটকে লাল দেখাবে। অর্থাৎ ব্লাড মুন।