বৃষ্টি আর বৃষ্টি! থামে আর না। এবার বর্ষা যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। পুজোর আনন্দ কি বর্ষা মাটি করে দেবে? এমন শঙ্কা অনেকেরই। এর মধ্যেই মৌসম ভবন মানে দেশের আবহাওয়ার পূর্বাভাস দেয় যে সংস্থা, তারা জানাল, এবারের মতো বিদায় নিচ্ছে বর্ষা। কবে? তারিখও জানিয়েছে IMD। উত্তর-পশ্চিম ভারত থেকে ১৫ সেপ্টেম্বর বিদায় নিচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১৫ অক্টোবর গোটা দেশ থেকে পাততাড়ি গোটাবে বর্ষা। বাংলাকে কবে টাটা বলবে বর্ষা?