এ যেন সিনেমার দৃশ্য। বিড়াল পাচার করছে মাদক! এই ঘটনা সামনে এসেছে। কোস্টারিকার পোকাসি কারাগারের রক্ষীরা এক বিড়ালকে দেখতে পান। কাছে যেতেই দেখা যায়, সাদা কালো সেই বিড়ালের পিঠে কিছু একটা আটকানো রয়েছে। আর তা খুলতেই দেখা যায়, ভিতরে মাদক। মাদক দ্রব্যগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।