ভারতের নানা প্রান্তে যানজট স্বাভাবিক ঘটনা। যানজটে অবরুদ্ধ কুম্ভের পথও এখনও অনেকের স্মৃতিতে তাজা। তবে বর্তমানে দিল্লি কলকাতা হাইওয়ের যা পরিস্থিতি তা দেখলে আঁতকে উঠতে হবে। বিহারে বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক জলমগ্ন হয়ে রয়েছে। যার ফলে দিল্লি-কলকাতা সড়কে ব্যাপক যানজট ঘটেছে। দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাড়ি।