ঘর ঘর তিরঙ্গার মতো এবার 'হর ঘর স্বদেশি, ঘর ঘর স্বদেশি' কর্মসূচীর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সমস্ত ছোট-বড় ব্যবসায়ীদের দোকানের বাইরে 'স্বদেশি বোর্ড' লাগানোর পরামর্শ দেন মোদী। দেশকে 'আত্মনির্ভর ভারত' তৈরি করতে মা-বোনদের আশীর্বাদ চান প্রধানমন্ত্রী।