আগ্রার তাজমহল বরফ দিয়ে বানালেন তিন শিল্পী। শ্রীনগরের তিনজন কারিগর সোনমার্গে আগ্রার তাজমহলের আদলে ইগলু তৈরি করলেন। পর্যটন বিভাগের সহায়তায় কারিগররা তাজের আদলে ৩৪ ফুট চওড়া ও ২৫ ফুট লম্বা ইগলু তৈরি করেন। এই উদ্যোগটি সোনমার্গ হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় করা হয়েছে। শীত ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাল ছাড়েননি কারিগররা। তারা বলে যে কাঠামোটির কাজ করার জন্য তাদের প্রায়শই বুক-উচ্চ বরফের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এই কাজটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহের বেশি সময় লাগে।