মূল বেতন ১৮,০০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬। বেতন বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। সেই সঙ্গে অন্যান্য ভাতা যোগ করলে মোট বেতন হবে ৭০,০০০ টাকা। প্রশ্ন হল, সরকার এই সমস্ত অর্থ কোথা থেকে পাবে? কোষাগারের উপর কতটা বোঝা চাপবে? অষ্টম বেতন কমিশনের সুবিধা কী? আগের বেতন কমিশনের থেকে কতটা আলাদা?