বেগুসরাইয়ে ভোটপ্রচারে গিয়ে পুকুরে মাছ ধরেছেন রাহুল গান্ধী। সেই ইস্যুতে কংগ্রেস নেতাকে কটাক্ষ করলেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ। তিনি বলেন, 'মাছ ধরার ভিডিও দেখেছি। উনি রাজনীতি না করে তো মাছ ধরলেই পারতেন। রাঁধুনিও হতে পারতেন। দেশ অন্ধকারে ডুবছে, রোজগারের ঠিক ঠিকানা নেই আর উনি মাছ ধরছেন।