ধোঁয়াশায় ঢাকল তাজমহল। হতাশ পর্যটকরা। ঘন কুয়াশার চাদরে আড়াল পুরোটাই। অগত্যা সেটারই ছবি তুললেন অনেকে। দৃশ্যমানতা কার্যত শূন্য। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের মতে, আগ্রার বায়ুর মান আপাতত 'মডারেট' স্তরে আছে।