ওসিকে রাস্তায় ফেলে কিল, চড়, লাথি! স্ক্রিনে দেখছেন সেই ভাইরাল ভিডিও। ঘটনাটি ঠিক কী ঘটেছে? এটা ত্রিপুরার ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের ভিডিও। জোরে গানবাজনা চলছিল। থানার ওসি আওয়াজ কমাতে বলেন। কিন্তু ক্লাবের লোকেরা শোনেননি।ওসি নিজেই সাউন্ডবক্স বন্ধ করেন। এটাই দোষ। তারপর ফেলে মার।