নবজাতকদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার মায়ের দুধ। সেই মায়ের দুধই এখন বিষাক্ত। পাওয়া গেল ইউরেনিয়াম। হ্যাঁ ঠিক শুনছেন ইউরেনিয়াম! পরমাণু বোমার মূল উপাদান! মায়ের দুধের নমুনায় মিলেছে এই ইউরেনিয়াম। এর ফলে শিশুদের কিডনি খারাপ, ব্রেনের বিকাশও থমকে যেতে পারে। সেই সঙ্গে ক্যানসারের আশঙ্কা। ঘটনা বিহারের। ৬ জেলায় ৪০ জন মায়ের হদিশ মিলেছে।