অপারেশন সিঁদুরের পর এ দেশে থাকা পাকিস্তানের স্পাই নেটওয়ার্কের উপরে চলছে স্ট্রাইক। জ্যোতি মালহোত্রার পর আরও এক ইউটিউবার জালে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার পঞ্জাবের জসবীর সিং। ভারতীয়দের পাক চর হিসেবে নিয়োগ করত ইসলামাবাদের গোয়েন্দা এহসান-উর-রহিম ওরফে দানিশ । সেই দানিশের সঙ্গে যোগ ছিল জসবীরের।