গায়ের জোরে, ধাক্কা মেরে ট্রেনের AC কোচের কাচ ভাঙছেন এক তরুণী। ঘটনা ভাইরাল হয়েছে। ক্যামেরাবন্দি ওই তরুণীকে দেখে বোঝা যাচ্ছে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। পাশের সিটে বসে রয়েছে তার শিশু। তরুণীর এমন কাণ্ড দেখে হতবাক সহযাত্রীরা। জানা গিয়েছে, তাঁর পার্স চুরি হয়ে গিয়েছে ট্রেনে। পুলিশকে বলেও কোনও লাভ হয়নি। সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবেই তরুণী এমনটা করেছেন বলে অনুমান।