শিলিগুড়ির ইসকন মন্দিরে পালিত হল আলোর উৎসব দীপাবলি। কয়েক হাজার প্রদীপ ও ফুলের সজ্জায় ইসকন মন্দির চত্বর রাঙিয়ে তোলা হয়। ভূত চতুর্দশীর দিন থেকে কয়েকদিন এই দীপাবলি পালিত হবে বলে জানিয়েছেন ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস।