দোরগোড়ায় দুর্গাপুজো। আর কিছুদিন পরেই স্বর্গলোক থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। দেবীর এই আগমন প্রকৃতির উপর নির্ভরশীল। কিংবা বলা যেতে পারে দেবীর আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। তাই দেবী দুর্গার আগমন এবং গমনের বাহনকে নিয়ে রয়েছে শুভ-অশুভ নানান মতামত। এবার দেবীর আগমন ও গমন কীসে? জেনে নিন সঠিকটা।