হিন্দু ধর্মে মকর সংক্রান্তি খুবই তাৎপর্যের। এই সময় মকর রাশিতে প্রবেশ করে সূর্য। স্নান ও দান করলে মেলে পুণ্য। ১৪ না ১৫ জানুয়ারি? এ বছর মকর সংক্রান্তি কবে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক বিনয়কুমার পাণ্ডে জানালেন, সূর্য সিদ্ধান্তের গণিত মতে ১৪ জানুয়ারি বুধবার রাত ৯টা ৩৯ মিনিটে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। রাতে উৎসব বা স্নান করা যায় না। তাই সূর্যোদয় থেকে শুরু হবে মকর সংক্রান্তি। স্নানের পবিত্র সময় কখন? ১৫ জানুয়ারি ব্রহ্মমুহূর্ত মানে সূর্য উদিত ঠিক আগের মুহূর্ত থেকে দুপুর ২টো ৫৩ মিনিট পর্যন্ত পুণ্যস্নানের শুভ সময়।