রকেট গতিতে ছুটছে সোনা। পাল্লা দিচ্ছে রুপোও। একদিনেই রুপোর দাম বাড়ল কুড়ি হাজারের কাছাকাছি। অবিশ্বাস্য! বুলিয়ন বাজারের হিসেব বলছে, বৃহস্পতিবার ১ কেজি রুপোর দাম ৩ লক্ষ ৮৫ হাজার ৩০০ টাকা। বুধবার যা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা। ২৪ ঘণ্টায় দাম বাড়ল ১৮ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার ৩ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকায় বিকোচ্ছিল। মঙ্গল টু বৃহস্পতির হিসেব ধরলে দাম বাড়ল ৩৫ হাজার ৫০ টাকা। একবার চোখ রাখা যাক সোনার দামে। বৃহস্পতিবার হলমার্ক যুক্ত সোনার গয়নার ১০ গ্রামের দাম ১ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা। মঙ্গলবার এই দামটা ছিল ১ লাখ ৫২ হাজার ১০০ টাকা। মানে ৪৮ ঘণ্টায় দামবৃদ্ধি- ১৭ হাজার ৫৫০ টাকা।