কিছু না করেই মাসে ১৫ হাজার টাকা গ্যারান্টি ইনকাম! শুনে অবিশ্বাস্য লাগছে? ঝুঁকি না নিয়ে খালি ব্যাঙ্কে টাকা রেখেই বসে খেতে পারেন। মাইনের পাশাপাশি এই বাড়তি টাকা মূল্যবৃদ্ধির বাজারে সত্যিই কাজে লাগতে পারে। তাছাড়া যাঁরা ইতিমধ্যেই রিটায়ার করে গিয়েছেন বা সবে নতুন ব্যবসা শুরু করেছেন, তাঁদের জন্যও এই ১৫ হাজার টাকা 'সেফটি নেট'-এর কাজ করতে পারে।