'আইফোন গেল কোথায়?' ফ্লিপকার্টের থেকে এখন এই উত্তরই চাইছেন গ্রাহকরা। কেউ অভিযোগ করছেন, মাঝপথেই উধাও হয়ে গিয়েছে আইফোন। আবার কারওর অর্ডার আইফোন আপনাআপনিই ক্যানসেল হয়ে গিয়েছে। এমনকি অগ্রিম পাস যাঁরা নিয়েছিলেন, তাঁদের অবস্থাও একই। সস্তায় আইফোন বিক্রির নামে দুর্নীতি করেছে ফ্লিপকার্ট?