সামনে বিয়ের মরসুম। এই সময় অনেকেই সোনার গয়না কেনাকাটা করেন। এখন চল বেড়েছে রুপোর গয়নারও। দুই ধাতুই বেশ দামি। গত বছরই এক লাখ পেরিয়েছিল ১০ গ্রাম সোনা। এখনও ১ লাখ ৩০-এর উপরেই। বুধবার খানিকটা কমল দাম। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ৩৭ হাজার একশো টাকা। মঙ্গলবার দাম ছিল ১ লাখ ৩৭ হাজার তিনশো টাকা। কমেছে ২০০ টাকা। ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ১ লাখ ৩৭ হাজার ৮০০ টাকায়। মঙ্গলবার ১ লাখ ৩৭ হাজার ৯৫০ টাকায় বিকোচ্ছিল। ১৫০ টাকা কমেছে। বলে রাখি, এই ২২ ক্যারেট সোনাতেই গয়না তৈরি হয়। এক কেজি রুপোর দাম ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। বেড়েছে ৩৯০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম এ বছর আরও বাড়তে পারে। পার হতে পারে দেড় লাখ টাকাও।