দেখতে দেখতে লাখ ছাড়িয়েছে সোনার দাম। তবে দীপাবলির পর থেকেই দর অনেকটাই কমছে। এবার কি এক লাখের নীচে নেমে যাবে হলুদ ধাতু? স্ক্রিনে দুটো দাম দেখতে পাচ্ছেন। একটা ১৫ অক্টোবরের। আর একটা বুধবারের। ১ লক্ষ ২৬ হাজার ৭১৪ টাকা থেকে কমে সোনা হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৬২৮ টাকা। ১৫ দিনেই ৬,০৮৬ টাকা সস্তা! রুপোর দাম তো আরও কমেছে। ১ লক্ষ ৭৪ হাজার কে কমে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৬৩৩ টাকা। সোনার দাম ১ লাখেরও নীচে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের বাণিজ্যচুক্তির জট খোলার সম্ভাবনা তৈরি হয়েছে! চিনের উপর ১০ শতাংশ শুল্ক কমাতে রাজি হয়েছেন ট্রাম্প। ফলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হচ্ছে অনুকূল পরিস্থিতি। যা কমাতে পারে সোনার দাম।