জিএসটি কাঠামোয় বদলের ঘোষণা করেছে মোদী সরকার। এখন থেকে থাকবে ৫ এবং ১৮ শতাংশ জিএসটি। বাদ গেল ১২ এবং ২৮ শতাংশ হার। তবে Sin Goods বা পাপী পণ্যে ৪০ শতাংশ রেট হতে চলেছে। পাপী পণ্য আবার কী? এই জিনিসগুলি হল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কী কী? জানুন