রেলকর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পুজোর আগে মালামাল প্রায় ১১ লাখ রেলকর্মী। কত দিনের বোনাস পাওয়া যাবে? শুনলে থ হয়ে যাবেন! মোট ৭৮ দিনের বোনাস। সহজভাষায় বোনাসের অঙ্ক বুঝে নিন- ধরুন, বেসিক বেতন ১৫ হাজার টাকা। দিন প্রতি ৫০০ টাকা। ৭৮ দিনের বোনাস ৩৯,০০০ টাকা। তবে রেলমন্ত্রকের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মচারীরা সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস পেতে পারেন। রেললাইন দেখভালকারী, লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান এবং অন্যান্য গ্রুপ সি কর্মচারীরা বোনাস পাবেন।