শেয়ার, মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে তাড়াতাড়ি বাড়ে। এটা হক কথা। তবে এটাও ঠিক ডুবে যাওয়ার ঝুঁকিও রয়েছে। ঝুঁকি ছাড়াই যাঁরা কামাতে চান, তাদের জন্য এই ভিডিও। পিপিফ বা পোস্ট অফিসের স্কিমে টাকা রেখে নির্ঝঞ্ঝাট সঞ্চয় বাড়াতে পারেন। নতুন করে সুদের হারও ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তিন মাস আগের হারই রাখা হয়েছে।