দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা কতটা সুরক্ষিত? পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'বললেন, 'কলকাতায় ব্লাস্ট হবে না। আমাদের পুলিশ এত অ্যাকটিভ যে এখানে কোনও সন্ত্রাসবাদী ওভাবে ঢুকতে পারবে না। এখানে তো অমিত শাহের পুলিশ নেই। আমাদের এখানে যারা অন্য জায়গা থেকে টেররিস্টরা পালিয়ে আসে, তাদেরও ধরে দেয় আমাদের পুলিশ।''