'এটা কি ওম্যান মেড বন্যা হচ্ছে। আরামবাগে বন্যা হলে ডিভিসিকে দোষ দেন। এখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে কাকে দোষ দেবেন? উত্তরবঙ্গের লোক ভাসছে। আর এখানে উনি কার্নিভাল করছেন'। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।