উর্দু নিয়ে ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। বুধবার তার জবাব দিলেন ফিরহাদ। তাঁর যুক্তি, 'উর্দু ভাষা ইসলামিক নয়। এটা ভারতেই সৃষ্টি হয়েছে। আডবাণীজি উর্দু ভাষা জানতেন। উর্দু মিষ্টি ভাষা। ১০০ শতাংশ ভারতীয়। উর্দু উত্তর ভারতের ভাষা'।