SIR বিজেপি সরকারকে নিশানা করতে গিয়ে 'ডাবল মিনিং' মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আজ তোমরা ক্ষমতায় আছো। কাল থাকবে না। ফেক নিউজ ছড়াচ্ছো। মানুষকে স্ক্রল করাচ্ছো ফেক নিউজ। এই স্ক্রল তোমাদের ব্যাক সাইডে যাবে। বাংলায় অনেক কথা আছে, যা বলা যায় না।'