মানিকতলার কাছে বাগমারিতে বড়সড় পথদুর্ঘটনা। পরপর ৪ গাড়ি এবং একটি বাইকে ধাক্কা মারল বেপরোয়া মিনিবাস। ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় মিনিবাসটি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ছোট গাড়িগুলি দুমরে মুচরে গিয়েছে।