কুণাল ঘোষকে তীব্র আক্রমণ শানালেন আরজি কর নির্যাতিতার মা। বললেন,'আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। নাম মুখে নেব না। উনি নিষ্ক্রিয় মানুষ। নির্লজ্জ, বেহায়া, মানুষ হিসেবে পরিচয় দেওয়া যায় না। ওঁর আবার মান, তার আবার হানি! আমরা কিছুই করব না। উনি জেলখাটা আসামি। প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন, দিদি জানেন এটা বাংলার মানুষ শুনেছেন'।