বাতাসে শীত শীত ভাব। অথচ কনকনে ঠান্ডা নেই! অথচ নভেম্বর শেষ হতে চলল। কবে পড়বে জাঁকিয়ে শীত? আলিপুর আবহাওয়া দফতর জানাল, শীতের পথে বাধা ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে। নাম ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বিশাখাপত্তনমে। তারপর রাজ্যে বাড়বে শীতের দাপট।