ভরা বর্ষায় চোখের সংক্রমণ বেড়েই চলেছে। ঘরে ঘরে ‘জয় বাংলা’ বা কনজাংটিভাইটিসের সংক্রমণ বাড়ছে। কনজাংটিভাইটিস হল কনজাংটিভা (চোখের সাদা অংশ) প্রদাহ । এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখ লাল হওয়া, চুলকানি। এছাড়াও চোখের চারপাশে স্রাব বা ক্রাস্ট হতে পারে । কনজাংটিভাইটিস ভাইরাল সাধারণত নিজে থেকে সেরে যায়। কিন্তু এই সময়ে চোখ পরিষ্কার রাখতে হবে । যদি আপনার চোখ শুষ্ক অনুভূত হয় তবে লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করুন।