মধ্যপ্রদেশ ও রাজস্থানে একের পর এক শিশুমৃত্যু। কাশির সিরাপ না যেন বিষ! খেলেই মৃত্যু! কাঠগড়ায় কোল্ডরিফ কাশির সিরাপ। কিডনি ফেল হয়ে মৃত্যু হয় শিশুদের। একাধিক রাজ্যে ব্যান করা হয়েছে কোল্ডরিফ। এবার হু মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও দুটি কাশির সিরাপ নিয়ে সতর্ক করল। কেন কাশির সিরাপ বিষাক্ত হয়ে উঠল? নমুনা পরীক্ষা বলছে, এতে ডায়াথিলিন গ্লাইকলের মাত্রা ৪৮.৬ শতাংশ। যা শরীরের জন্য ক্ষতিকর। স্রিসান ফার্মার কোল্ডরিফ, রেডনেক্স ফার্মার রেসপিফ্রেশ টিআর এবং শেপ ফার্মা রিলাইফ কাশির সিরাপ নিয়ে সতর্ক করেছে হু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২ বছরের কম শিশুদের কফ সিরাপ দেওয়ার দরকার নেই। আর ৫ বছরের কমবয়সীদের কফ সিরাপ দেওয়ার সময় সতর্ক হোন। ডাক্তাররা বলছেন, সাধারণ সর্দিকাশিতে শিশুদের সিরাপের দরকার নেই।